Connect with us
ক্রিকেট

২৪ বছরের রেকর্ড ভেঙে ৪০৪ রান, তাজ্জব ক্রিকেটবিশ্ব

Crifo Prakhar
২৪ বছরের রেকর্ড ভেঙে ৪০৪ রান করেছেন প্রখর চতুর্বেদীভ

ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। প্রতিদিনই কোথাও না কোথাও তৈরি হচ্ছে নতুন রেকর্ড, আবার কেউ পুরোনো রেকর্ড দিচ্ছেন ভেঙে। ক্যারিবীয় কিংবদন্তী ব্রায়ান লারার সেই স্বপ্নের স্কোর ছুঁয়েছেন এক তরুণ ব্যাটার, যা নিয়ে বিশ্ব ক্রিকেটে চলছে হৈচৈ। ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের প্রখর চতুর্বেদীভ। তিনি ভেঙেছেন ২৪ বছরের পুরোনো রেকর্ড।

ব্রায়ান লারার আগে পরে আর কেউই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ রানের এই মাইলফলক স্পর্শ করতে পারেনি। তবে ঘরোয়া ক্রিকেটে এবার দেখা গেল ৪০০ রানের ইনিংস।

১৯৯৯ সালের ডিসেম্বরে পাঞ্জাব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩৫৮ রান করেছিলেন যুবরাজ সিং। এটিই ছিল এতদিন এই পর্যায়ে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ভারতের প্রখর চতুর্বেদী খেললেন অপরাজিত ৪০৪ রানের ইনিংস।

এরপর ২০১১ সালে মহারাষ্ট্রের বিজয় জোল অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রান করেছিলেন। কিন্তু, সেটা ফাইনাল ম্যাচ ছিল না। এবার ফাইনালেও দেখা গেল ৪০০ রানের ম্যারাথন ইনিংস। কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৪০৪ রান করেছেন কর্ণাটকের প্রখর চতুর্বেদী।

সোমবার চতুর্বেদীর অপরাজিত ৪০৪ রান এসেছে ৬৩৮ বলে। স্ট্রাইক রেট ৬৩.৩২। এই ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ৩টি ছক্কা ছিল। কর্ণাটক ডিক্লেয়ার দেয়ার আগে ২২৩ ওভারে ৮৯০ রান তুলেছে। সেখানে প্রখর করেছেন ৪০৪ রান। মুম্বইকে মাত্র ৩৮০ রানে গুটিয়ে দিয়ে কর্ণাটক ৫১০ রানের লিড নিয়েছে।

আরও পড়ুন: ফিফা বেস্ট ২০২৩: মেসি ছাড়া অন্যান্য পুরস্কার পেলেন যারা

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট