নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বেঙ্গালুরুতে মাঠে নেমেছিল ভারত। এ ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টি কারণে ভেস্তে গেলে দ্বিতীয় দিনে প্রথমে ব্যাট করতে মাঠে নামে রোহিত শর্মারা। মাঠে নেমেই উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে মেতেছিল ভারত। মাত্র ৪৬ রানে অলউইকেট হয়েছেন স্বাগতিকরা।
ঘরের মাঠে এ ইনিংসটিই ভারতের টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির। তবে সবমিলিয়ে এটিই ৩য় সর্বনিম্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানের সর্বনিম্ন রানের ইনিংস আছে রোহিত-কোহলিদের।
এ ম্যাচে ঘরের মাঠে দ্রুত ৬ উইকেট পতনেরও এক বিরল লজ্জার রেকর্ড গড়েছে ভারত। ৫৫ বছরে এমন ঘটনা দেখেনি ভারতীয় সমর্থকেরা। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেটের পতন হয়েছিল ভারতের। যা কিউইদের পেসার লাইনআপ করে দেখালো।
তিন স্পিনার আর দুই পেসার নিয়ে বেঙ্গালুরু টেস্টে নেমেছিল টিম ইন্ডিয়া। ভারতের এমন স্কোয়াড সাজানো দেখে ধারণা করা হচ্ছিলো স্পিনসহায়ক পিস হবে। তবে তা ভুল প্রমান করলেন নিউজিল্যান্ডের পেসাররা।
আরও পড়ুন: বিকল্প ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব ইংল্যান্ডের
এ দিন মাঠে নেমেই ভারতের ব্যাটাররা নিউজিল্যান্ডের পেসাদের তোপের মুখে পড়েন। অধিনায়ক রোহিত শর্মার উইকেটের মধ্যে দিয়ে শুরু হয় ভারতের যাওয়া-আসার মিছিল। বড় শট খেলতে গিয়ে টিম সাউদির বলে ভারত অধিনায়ক হয়েছেন বোল্ড।
এর পর ভিরাট কোহলি, লুকেশ রাহুল, সরফরাজ খান এবং রবিন্দ্র জাদেদা ফেরেন কোনো রান না করেই। যশস্বী জয়সওয়াল ৬৩ বলে ১৩ রান করে ক্যাচ দিতে বাধ্য হয়েছেন। ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতি যাই ভারত।
লাঞ্চের পর হেনরির প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিন মেরেছেন গোল্ডেন ডাক। এরপর ব্যাটার ঋষভ পান্তও সেই হেনরির শিকার। টম ল্যাথামকে ক্যাচ দেন তিনি। এরপরেই ১ রান করে ফেরেন জাসপ্রিত বুমরাহ। বাড়তি বাউন্সের বলে উড়িয়ে মেরেছিলেন। ফাইন লেগ থেকে দুর্দান্ত এক ক্যাচ নেন হেনরি। হেনরি টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট হিসেবে তুলে নেন কুলদীপ যাদবের উইকেট।
ক্রিফোস্পোর্টস/১৭ অক্টোবর ২৪/এইচআই