Connect with us
ক্রিকেট

৫৬ রানে অলআউট আফগানিস্তানের লজ্জার তিন রেকর্ড!

Rashid Khan
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় হতাশ আফগানিস্তানের খেলোয়াড়েরা। ছবি - সংগৃহীত

অবশেষে আফগান রূপকথার সমাপ্তি দেখলো ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আসর থেকে বিদায় নিল রশিদ খানের দল। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মত আইসিসির কোন বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। তবে আফগানরা যে ৫৬ রানে অলআউট হয়ে কেবল ম্যাচই হেরেছে এমন নয়, ব্যাটিংয়ে ভরাডুবির কারণে লজ্জার তিন কীর্তি গড়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিতে মাত্র ৫৬ রানেই সবকটি উইকেট হারায় আফগানিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে সেমিফাইনালে সর্বনিম্ন দলীয় রানের ইনিংস এটিই। অথচ টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরাজিত দলের অধিনায়ক রশিদ খান। এমনকি প্রোটিয়া কাপ্তান এইডেন মার্করামও জানিয়েছিলেন, এই পিচে টসে জিতলে তিনিও ব্যাটিংয়ে সিদ্ধান্তই নিতেন। অথচ ম্যাচের প্রথম ইনিংসে প্রোটিয়া বেলারদেরই দাপট দেখা গেল।

প্রথম ওভারেই আফগানদের সেরা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের উইকেট তুলে নেন প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন। এরপর কাগিসো রাবাদাও উইকেট নেয়ার মিছিলে যোগ দিলে পাওয়ার প্লে-তেই ৫ উইকেট হারিয়ে ফেলে জনাথন ট্রটের দল। দেরিতে বোলিং আক্রমণে আসলেও স্পিনার তাবরেজ শামসি ৩ উইকেট শিকার করে বুঝিয়ে দেন, ভালো জায়গায় বল করলে এখানে স্পিনাররা অবদান রাখতে পারে।

আরো পড়ুন : ম্যাচ হেরে আফগান কোচের কাঠগড়ায় মাঠের পিচ

দক্ষিণ আফ্রিকার বোলিং তাণ্ডবে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। আর এর ফলে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন দলীয় রানের ইনিংস খেলার লজ্জার রেকর্ড গড়লো তারা। এর আগে বিশ্বকাপে তাদের সর্বনিম্ন ইনিংস ছিল ৭২ রানের। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলা এই ইনিংসটিই এত দিন তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল যেটা আজ (বৃহস্পতিবার) প্রোটিয়ারা ভেঙে দিল।

এমনকি দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও কোন দলকে সবচেয়ে কম রানে অলআউট করার নতুন রেকর্ড এটি। এর আগে চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কাকে ৭৭ রানে অলআউট করেছিল মার্করাম-মিলাররা যেটা আজ আবার ভেঙে গেল। ফলে ইতিহাসে প্রথম বার ক্রিকেটের কোন বিশ্বকাপ ফাইনাল পৌঁছে গেল ‘চোকার্স’ তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৯ জুনের ফাইনালে তারা ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট