অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। ৫৮ বছর বয়সে অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলের ফুটবলার হিসেবে নিবন্ধন করেছেন তিনি। গতকাল (মঙ্গলবার) রিও ডি জেনিরোর ‘আমেরিকা ফুটবল ক্লাব’ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই সাবেক তারকা স্ট্রাইকার।
হঠাৎ করে এই বয়সে পেশাদার ফুটবলে ফেরার অবশ্য কারণও রয়েছে। মূলত নিজের ছেলের সঙ্গে একসাথে খেলার স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ব্রাজিলিয়ান তারকা। গত মাসের তার ছেলে রোমারিনহো এই ক্লাবে যোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোমারিও লেখেন, ‘আমি চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে খেলব না। এই ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলবো। আমার ছেলে রোমারিনহোর সঙ্গে খেলে স্বপ্ন পূরণ করতে চাই।’
আগামী ১৮ মে থেকে শুরু হবে দ্বিতীয় বিভাগের লিগ কারিওকা চ্যাম্পিয়নশিপ। সব ঠিক থাকলে এই টুর্নামেন্টে মাঠে বল পায়ে দেখা যেতে পারে এই ৫৮ বছর বয়সী ব্রাজিলিয়ানকে।
১৯৮৭ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রোমারিওর। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। সেই আসরে ৭ ম্যাচে ৫ গোল করেছিলেন। এছাড়া ১টি ফিফা কনফেডারেশন কাপ, ২টি কোপার শিরোপাও জয়লাভ করেছেন এই সাবেক। সবশেষ পেশাদার ম্যাচ খেলেছেন ২০০৯ সালে আমেরিকা ক্লাবের হয়ে। এরপর এই ক্লাবের সভাপতি পদে নিযুক্ত হন এই কিংবদন্তি।
আরও পড়ুন: পিএসজির কাছে হেরে নতুন করে দুঃসংবাদ পেল বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/বিটি