Connect with us
ফুটবল

একই সাথে বিদেশের লিগে খেলতে গেলেন ৬ নারী ফুটবলার

BD footballer
একই সাথে বিদেশের লিগে খেলতে গেলেন ৬ নারী ফুটবলার

এই প্রথম একই সাথে বাংলাদেশের ৬ নারী ফুটবলার বিদেশি লিগে খেলতে গেলেন। ভুটান লিগে খেলতে গিয়েছেন- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, রূপনা চাকমা, মাৎসুশিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।

রবিবার সকালেই এই ৬ ফুটবলার দেশ ছাড়েন। বাংলাদেশের ৬ নারী ফুটবলারের এক সাথে দেশের বাইরে খেলার ঘটনা এই প্রথম। ২০১৫ সালে সাবিনার হাত ধরে বিদেশী লিগে খেলার সূচনা হয় বাংলাদেশ নারী ফুটবলারদের।

সাবিনা ছাড়াও মালদ্বীপের লিগে গত কয়েক বছর ধরে খেলেছেন গোলরক্ষক সাবিনা আক্তার, মিরোনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া।


আরও পড়ুন

» কোকোর শাশুড়ির জানাজায় শামিল তামিম ইকবাল

» হাইভোল্টেজ ম্যাচের আগে কোহলির ‘জন সিনা স্টাইল’ ভাইরাল


এছাড়া কৃষ্ণা রানী সরকার ভারতে সেথু এফসিতে এবং সানজিদা আক্তার ইস্টবেঙ্গলে খেলেছেন। সর্বশেষ গত আগস্টে সাবিনা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মালদ্বীপের ক্লাব থিম্পু কলেজ এফসির হয়ে খেলেছেন।

Bhutan Footballer

ভুটান লিগে খেলতে গিয়েছেন বাংলাদেশের ৬ নারী

এবার সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণা খেলবেন ভুটানের পারো এফসিতে। মাসুরা পারভীন ও রূপনা চাকমা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে।

এদিকে আগের দিন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই ৬ ফুটবলারের সাথে কথা বলেছেন, তাদের ভুটান লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র দিয়েছেন এবং তারা দেশে ফিরে জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ক্যাম্পে যেন যোগ দেন সেই আমন্ত্রণ জানিয়েছেন।

যদিও বিদ্রোহী এই ৬ ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন কিনা বাফুফে সভাপতির কাছে তা নিশ্চিত করেননি।

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল