বিশ্বকাপের ব্যাকআপ এবং বিশ্বকাপের পর টেস্ট ও অন্যান্য সিরিজের জন্য মিরপুরে আজ থেকে টাইগার্সের অনুশীলন শুরু হয়েছে। বিশ্বকাপে ট্রাভেল রিজার্ভ থাকলেও ৬ ক্রিকেটারকে প্রস্তুত করা হচ্ছে ব্যাকআপ হিসেবে। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের দিক নির্দেশনায় চলবে অনুশীলন। মুশফিক,মিরাজরা ডাক পেলেও ঢাকা লিগের সেরা ক্রিকেটার সাইফ হাসানের জায়গা হয়নি এই শিবিরে।
বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই অনুশীলনে। লাল বলের জন্য বিশেষভাবে তৈরি করা হবে টাইগারদের। এছাড়াও বিশ্বকাপে রিজার্ভে দুই ক্রিকেটার থাকলেও ৬ জন কে ব্যাকআপ হিসেবে প্রস্তুত করা হবে এই ক্যাম্পে।
অনুশীলনের প্রথম দিনে মেহেদী মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, পারভেজ ইমনদের দেখা গেলেও অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি নাসুম আহমেদ। সাইফুদ্দিনের ছুটির কারণে বিশ্বকাপের বিকল্প স্কোয়াডে অনুশীলন করছে খালেদ আহমেদ।
টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক প্যানেলের পরিচালনায় এই অনুশীলন চলবে। জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে এই ক্যাম্প তৈরি হলেও এবারে ঢাকা লিগের সেরা ক্রিকেটার সাইফ হাসানের জায়গা মেলেনি। সাইফের ডাক না পাওয়ার কারণ জানেন না কোচ সোহেল ইসলাম।
মিরপুর ছাড়াও সিলেট, চট্টগ্রাম সহ অন্যান্য ভেন্যুতে ধারাবাহিকভাবে অনুশীলন চলবে। বছরজুড়ে টাইগার্সের কার্যক্রম চলতে থাকবে।
আরও পড়ুন: হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের তৃতীয় শিরোপা জিতল কলকাতা
ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/এইচআই/বিটি