Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে সাকিব-রোহিতের রেকর্ডে ভাগ বসালেন ৬ নারী ক্রিকেটার

Six women cricketers shared the record of Shakib-Rohit in World Cup
আরব আমিরাতে চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বজকাপের নবম আসর। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এক রেকর্ড রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রোহিত শর্মার। দুজনেই বিশ্বকাপের প্রতিটি আসরে খেলেছেন। অর্থাৎ প্রথম আসর থেকে নবম আসর পর্যন্ত সবগুলোতেই খেলার কীর্তি গড়েছেন এই দুই তারকা। এমন রেকর্ড আর কোনো পুরুষ ক্রিকেটারের নেই। এবার এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ৬ নারী ক্রিকেটার।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত মাঠে গড়িয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এই টুর্নামেন্ট দিয়ে টানা ৯টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন ৬ নারী ক্রিকেটার।

এই ৬ ক্রিকেটারের মধ্যে নিউজিল্যান্ড থেকে রয়েছেন দুইজন। তারা হলেন অধিনায়ক সোফি ডিভাইন এবং সুজি বেটস। এছাড়া ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর, শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর এবং অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি। ২০০৯ সাল থেকে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন এই ৬ ক্রিকেটার।

আরও পড়ুন:

» বিপিএলে সাকিব খেলবেন কি না জানাল রংপুর

» ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামির জায়গা পাওয়া ঘিরে গুঞ্জন 

এই ৬ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি সফল অ্যালিস পেরি। দলটির জার্সিতে ৬ বার শিরোপা জিতেছেন এই ব্যাটার। আর ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর একবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। বাকীরা এখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি।

নিউজিল্যান্ডের জার্সিতে দুইবার ফাইনাল হেরেছেন সোফি ডিভাইন এবং সুজি বেটস। এছাড়া দুইবার সেমিফাইনালও খেলেছেন। আর ভারতের হারমানপ্রীতের একটি ফাইনালে রানার্সআপ এবং চারবার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট