
বয়স একটা সংখ্যা মাত্র– এমন কথা শোনা যায় প্রায়ই। তবে সেই বয়সের একটা সীমা থাকে দৌড়ঝাঁপ করার জন্য। ৬৫ বছর বয়সে কেউ ক্রিকেট খেলছেন, তেমনটা হয়তো অনেকেই ভাবতে পারেন না। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দেখা গেছে তেমনি ঘটনা। যেখানে সেই ক্রিকেটার গড়েছেন একের পর এক কীর্তি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের স্থানীয় এক ক্রিকেট ম্যাচে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে খেলেছেন ব্র্যাডলি ও’ডেল। ওয়েলসের চতুর্থ স্তরের প্রতিযোগিতায় ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিপক্ষে এক ইনিংসে ১৩.৪ ওভারে ২০ রান খরচা করে একাই প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছেন ও’ডেল।

ব্র্যাডলি ও’ডেলের ১০ উইকেট শিকার।
অস্ট্রেলিয়ান এই স্পিনার কেবল একাই প্রতিপক্ষ ইনিংসের সবগুলো উইকেট শিকার করেছেন, তা নয়; তিনি করেছেন দারুণ এক হ্যাটট্রিকও। এদিন ও’ডেলের নেওয়া ১০ উইকেটের মাঝে ৫টি ছিল ক্যাচ, ৩টি বোল্ড এবং ২টি এলবিডব্লিউ। ও’ডেলের স্পিন ঘূর্ণিতে ওয়েলসেন্ড ক্রিকেট ক্লাবে অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে।
আরও পড়ুন:
» সান্তোসে নেইমার দেখাচ্ছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি
» ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
এমন কীর্তি গড়ে ম্যাচ শেষে অর্জন নিয়ে অনুভূতি জানাতে গিয়ে ও’ডেল এবিসি নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদ্যাপন করছিল। তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল। ব্যাপারটা অসাধারণ ছিল।’
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র ৩ ক্রিকেটার ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ১৯৫৬ সালে ইংলিশ স্পিনার জিম লেকার অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিলেন এই কীর্তি। ১৯৯৯ সালে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে নেন ১০ উইকেট। আর সর্বশেষ ২০২১ সালে ভারতের বিপক্ষে সব উইকেট শিকারের এই কীর্তি গড়েছেন নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল।
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৫/এফএএস
