বিশ্বকাপ মিশন শেষে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতা করে আপাতত এই সিরিজ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে লম্বা বিরতি পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর এসময়ে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছে সাকিব-মুস্তাফিজরা।
ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য বিসিবি থেকে এনওসি বা অনাপত্তিপত্র পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১০ আগস্ট পর্যন্ত তাদেরকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘কেউ গ্লোবাল টি-টোয়েন্টি খেলবে, কেউ কেউ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে, তাদেরকে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।’
আরও পড়ুন:
» বিশ্বকাপে টার্গেট পূরণ করেছে বাংলাদেশ, খুশি বিসিবি
» বিশ্বকাপের ‘সেরা একাদশে’ একমাত্র বাংলাদেশি রিশাদ
আগামী ১ জুলাই মাঠে গড়াবে শ্রীলঙ্কার ঘরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এলপিএলের আসন্ন পঞ্চম আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজ ও হৃদয় খেলবেন একই ফ্রাঞ্চাইজি ডাম্বুলা সিক্সার্সের হয়ে। আর কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে মাঠ মাতাবেন তাসকিন। এই টুর্নামেন্টের পর্দা নামবে ২১ জুলাই।
আগামী ৬ জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসর । এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ভিড়িয়েছে তাকে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার আগে এখানে খেলার কথা রয়েছে সাকিবের। এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ জুলাই।
আর ২৫ জুলাই থেকে মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ৪ ক্রিকেটার অংশ নেবেন। যেখানে বাংলা টাইগার্স মিসিসাগুয়ায় একসঙ্গে খেলবেন সাকিব এবং শরিফুল ইসলাম। আর টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন তরুণ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবং মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আগামী ১১ আগস্ট এই টুর্নামেন্টের পর্দা নামবেন।
ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/বিটি