Connect with us
ফুটবল

বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ আয়োজনসহ ফুটবলারদের ৭ দফা দাবি

বাফুফেতে ফুটবলারদের সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে পরিবর্তন আসতে শুরু করেছে দেশের প্রায় সকল ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবস্থান দখলে রাখা পদ গুলোতে। যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। আর এতে করে বিপাকে পড়েছে প্রিমিয়ার লিগ খেলা দেশের অসংখ্য ফুটবলার।

মূলত রাজনৈতিক পটভূমি পরিবর্তনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের স্পন্সরশীপ সরিয়ে নিচ্ছে অসংখ্য ক্লাবের কাছ থেকে। এতে করে আসন্ন প্রিমিয়ার লিগে একাধিক ক্লাবের দল গঠন করা থেকে বিরত থাকার গুঞ্জন শোনা যায়। আর এমন ঘটনায় ক্লাবের তুলনায় অধিক বিপদে পড়েছে চুক্তিভিত্তিক ফুটবলাররা।

জানা গেছে এরই মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের চুক্তিতে থাকা ফুটবলারদের জানিয়ে দিয়েছে, এ বছর লিগে দল গঠন করতে চায় না তারা। এদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র এখনও সিদ্ধান্ত না জানালেও, ক্লাবের কর্মকর্তা সালেহ জামাল সেলিম নিশ্চিত করেছেন তারা লিগে অংশ নিচ্ছে না। তাই আজ উপায় না পেয়ে বাফুফে ভবনের সামনে নিজেদের ৭ দফা দাবি উত্থাপন করে মানববন্ধন করেন প্রায় অর্ধশত ফুটবলার।

এদিন বাফুফের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে ৭ দফা দাবি পড়ে শোনান রেজাউল করিম।

বাফুফের নিকট ফুটবলারদের ৭ দফা দাবি :

১। অবিলম্বে দলবদল পেছানো নিশ্চিত করতে হবে,
২. লিগে প্রত্যেক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে,
৩. দায়সারা লিগ চালানো চলবে না,
৪. যে দলগুলো খেলবে না বলছে ওই দলের নিশ্চিত করা খেলোয়াড়দের দায়ভার কে নেবে? 
৫. এ বছর বিদেশি খেলোয়াড় ছাড়াই লিগ চালাতে হবে, 
৬. যে সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইতোপূর্বে ক্লাবের স্পন্সর ছিল, তাদের পুনরায় ক্লাবের স্পন্সর করার ব্যবস্থা করতে হবে এবং 
৭. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সকল খেলোয়াড়দের একটি মিটিং আগামীকালের মধ্যে ব্যবস্থা করতে হবে।

এদিন স্মারকলিপি প্রদানের আগে মানববন্ধন করেছেন বাংলাদেশের পেশাদার ফুটবলাররা। এসময় অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চাই সব ক্লাব খেলুক। ফুটবলই আমাদের পেশা। দেশের পরিবর্তিত অবস্থায় পারিশ্রমিক কম নিয়ে হলেও আমরা খেলতে চাই। স্পনসর যারা ছিল, তাদের ফিরে আসার ও নতুন স্পনসরদেরও ফুটবলের পাশে থাকার অনুরোধ জানাবো।’

এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নিশ্চিত করেছেন, বাফুফে একাধিক চিঠি দিয়ে ফিফার কাছে দলবদলের সময় বৃদ্ধির আবেদন করেছিল। শেষ পর্যন্ত দল গঠনের জন্য ৩ দিন সময় বাড়িয়ে আগামী ২২ আগস্ট পর্যন্ত সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এছাড়া আগামীকালের মধ্যে খেলোয়াড়দের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্যে যোগাযোগ করার কথাও জানান তিনি।

আরও পড়ুন: বাফুফের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন সাবেক অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল