Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের সেরা আটে ৭ দল, অষ্টম দল বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস?

7 teams in the best eight of the World Cup, the eighth team is Bangladesh or the Netherlands?
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি দল সুপার এইটে যাবে। ছবি- সংগৃহীত

আগামী ১৮ জুন শেষ হবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা- এই ৭টি দল। এখন অপেক্ষা শুধু একটি দলের।

প্রতিটি গ্রুপ থেকে ২টি দল সুপার এইট নিশ্চিত করলেও গ্রুপ-ডি থেকে একমাত্র দল হিসেবে পরের রাউন্ডের টিকেট কেটেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে আরো একটি দল পরের রাউন্ডে যাবে। যার দৌড়ে রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অষ্টম দল হিসেবে সুপার এইটের টিকিট কাটবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস?

এই দৌড়ে অবশ্য এগিয়ে রয়েছে বাংলাদেশ। কেননা ৩ ম্যাচ খেলে ২টি ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। যেখানে ৩ ম্যাচে কেবল ১ জয় নেদারল্যান্ডসের। তাই ডাচদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকলে তাদের সমীকরণ বেশ কঠিন।

আরও পড়ুন:

» অবসরে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার

» ইউরোতে দ্রুততম গোল হজমের পর ইতালির দুর্দান্ত কামব্যাক 

শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে বা ম্যাচ পরিত্যক্ত হলেই শেষ আটে যাবে বাংলাদেশ। তবে টাইগাররা হেরে গেলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততই হবে ডাচদের। পাশাপাশি নেট রান রেটের সমীকরণে যারা এগিয়ে থাকবে তারাই উত্তীর্ন হবে।

নেট রানরেটে নেদারল্যান্ডসের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগারদের নেট রান রেট ০.৪৭৮, অন্যদিকে ডাচদের নেট রান রেট -০.৪০৮। এক্ষেত্রে শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে স্কট এডওয়ার্ডসের দলকে। তবে বাংলাদেশ নেপালের বিপক্ষে পয়েন্ট পেলেই তাদের জয়-পরাজয় কোনো বাধা হবে না।

আগামীকাল সোমবার (১৭ জুন) মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। ঘণ্টাখানেক বাদেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট