Connect with us
ক্রিকেট

৭৫০ ডলারের উপহার নিয়ে আইসিসির কাঠগড়ায় নাসির

আইসিসির কাঠগড়ায় নাসির হোসেন
আইসিসির কাঠগড়ায় নাসির হোসেন। ছবি- গুগল

দুবছর আগে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে এক ভক্তের কাছ থেকে ৭৫০ ডলার মূল্যের কিছু উপহার নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হাসান। সেই উপহার এবার গলার কাঁটা হলো নাসিরের।

তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ সালের সেই ঘটনায় এবার বড় বিপাকে পড়েছেন নাসির। উপহার নিয়ে এখন আইসিসির কাঠগড়ায় তিনি।

জানা গেছে, শুধু নাসির হোসেন নয়, এ অভিযোগে অভিযুক্ত হয়েছেন অন্য দেশের আরও দুই ক্রিকেটার ও পাঁচ ম্যাচ অফিসিয়াল।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

এক.
২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার নেওয়ার বিষয়টি খোলাসা করতে ব্যর্থ হয়েছেন নাসির।

দুই.
আইনের ২.৪.৪ ধারায় দুর্নীতি কিংবা ম্যাচ ফিক্সিংয়ের কোনও প্রস্তাব বা তাকে প্ররোচিত করা হয়েছিল কিনা তা তদন্ত কর্মকর্তাকে পরিষ্কার করে জানাতে ব্যর্থ হয়েছেন।

তিন.
২.৪.৬ ধারায় সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে তদন্ত কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হন। এছাড়া কোনও যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন: এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট