বিশ্বরেকর্ড গড়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো পাকিস্তান। মঙ্গলবার (১০ই অক্টোবর) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার দেওয়া ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় তুলে নেয় পাকিস্তান। এটি এখন ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। পাঁচ রানের মাথায় প্রথম উইকেট হারালেও খুব সহজেই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও পাথুম নিসাকা।
দ্বিতীয় উইকেট পতনের পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে কুশল মেন্ডিস। সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে তৃতীয় উইকেটে ৭০ বলে ১১১ রানের জুটি গড়েন কুশল। হাসান আলীর বলে ১২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর সামারাবিক্রমা ৮৯ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। শেষের দিকে রান কিছুটা চেপে যায় শ্রীলংকার। শেষ পর্যন্ত ৫০ ওভারে শ্রীলংকার দলীয় সংগ্রহ ৯ উইকেটে ৩৪৪ রান। পাকিস্তানের হয়েচারটি উইকেট তুলে নেয় পেসার হাসান আলী। এছাড়া হারিস রউফ নেন দুই উইকেট।
৩৪৫ রান তাড়া করতে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ৩৭ রানেই দুটি উইকেট হারায় তারা। এরপর আব্দুল্লাহ শফিককে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান। অর্ধশতক পূরণ করার পর কিছুটা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেও চোট নিয়েই খেলেন তিনি। শফিককে নিয়ে গড়েন ১৭৬ রানের জুটি। শফিক ১০৩ বলে ১১৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে আউট হয়ে গেলে সউদ শাকিলকে নিয়ে আরো ৯৫ রান যোগ করেন।
৩০৮ রানের মাথায় সউদ শাকিল আউট হয়ে গেলেও ততক্ষণে ম্যাচ পাকিস্তানের দখলে। শেষ পর্যন্ত ইফতেখার আহমেদের সাথে ৩৭ রানের জুটিতে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। ১২১ বলে ১৩১ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান।
টানা দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন: বড় হারে পয়েন্ট টেবিলে নিচে নামল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমটি/এজে