জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেছে। ইংল্যান্ডের সাথে হেরে নেট রান রেটে অনেকটাই পিছিয়ে পড়লো তারা। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে। একমাত্র বাংলাদেশেরই নেট রান রেট মাইনাস।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয় +১.৪৩৮ নেট রান রেট পায় বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ইংল্যান্ডের সাথে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারে রান রেট ধনাত্মক থেকে ঋণাত্মক হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -০.৬৫৩।
পয়েন্ট টেবিলে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের চার ও পাঁচে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর ছয়ে অবস্থান করছে টাইগাররা।
তাই পরবর্তী ম্যাচগুলোতে নেট রানের দিকে বাড়তি নজর দিয়ে খেলতে হবে সাকিব বাহিনীদের। কারণ সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের।
২০১১ সালে তিন ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানের দিকেও বাড়তি নজর দিতে হবে টাইগারদের।
আরও পড়ুন: যে কারণে বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন স্যান্টনার
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমটি/এজে