দারুণ ছন্দে থাকা ব্রাজিলের কিছুটা ছন্দপতন হলো আজ। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভেনেজুয়েলার মুখোমুখি হয় ব্রাজিল।
ব্রাজিলের প্যান্টানাল এরিনায় ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। আক্রমণভাগে থাকা নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগোরা একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি। নেইমার দারুণ ছন্দ দেখালেও গোলের দেখা পাননি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় সেলেসাওরা। ম্যাচের ৫০ মিনিটে নেইমারের নেওয়া কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল। ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটের মাথায় এডুয়ার্ড বেল্লোর করা গোলে সমতায় ফিরে আসে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান করছে ব্রাজিল। দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এক নাম্বারে অবস্থান করছে আর্জেন্টিনা।
আরও পড়ুন: ঘাম ঝরিয়ে জিতলো মেসির আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমটি/এজে