এবারের বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আসরের প্রথম ম্যাচেই অনেকগুলো রেকর্ড করে শ্রীলংকাকে বিশাল রানের ব্যবধানে হারায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে তারা। অস্ট্রেলিয়াকে কোন পাত্তা না দিয়ে ১৩৪ রানের ব্যাবধানে বিশাল জয় তুলে নেয়।
প্রথম ম্যাচের পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা কুইন্টন ডি কক। দারুণ ছন্দে রয়েছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি ককও। টানা দুই ম্যাচে তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি।
২০১৯ বিশ্বকাপে তেমন ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ব্যর্থতা থেকে হয়তো ভালোই শিক্ষা নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। ওপেনিং জুটিতে তারা সংগ্রহ করেন ১০৮ রান। ডি ককের সেঞ্চুরির উপর ভর করে ৫০ ওভার শেষে তাদের দাঁড়ায় ৭ উইকেটে ৩১১ রান। অস্ট্রেলিয়ার হয়ে দুইটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।
৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনেক বড় হোঁচট খায় অজিরা। প্রোটিয়ার বোলারদের কাছে কোন পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ২৭ রানেই পরপর দুই উইকেট হারায় তারা। এরপর আর ব্যাটিংয়ে দাঁড়াতে পারেনি কেউ। একের পর এক উইকেট পড়তেই থাকে। ৭০ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তারা।
এরপর মারনাশ লাবুশেন ও মিচেল স্টার্ক মিলে ৬৯ রানের জুটি গড়ে রানের ব্যবধান কিছুটা কমান। শেষ পর্যন্ত ১৭৭ রানে অলআউট হয়ে যায় অজি বাহিনী। দলের হয়ে লাভুশেন সর্বোচ্চ ৪৬ রান করেন। প্রোটিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কাগিসো রাবাদা। এছাড়া দুইটি করে উইকেট নেন মার্কো জ্যানসেন, কেশব মাহারাজ ও তাবরাইজ শামসি।
এই জয়ের মধ্য দিয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রোটিয়ারা। তাছাড়া এই দলকে নিয়ে অনেকেই বিশ্বকাপ জেতার স্বপ্ন শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: নেইমার ঝলকের পরও জিততে পারলো না ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমটি/এজে