বিশ্বকাপের গত দুই আসরেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর দুটি ম্যাচেই জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় টাইগাররা। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সাথে এখন পর্যন্ত পাঁচবারের দেখায় পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। এবারের আসরে কি বাংলাদেশ পারবে নতুন ইতিহাস গড়তে?
বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জয় পেলেও ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচ হেরে অনেকটাই চাপে রয়েছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে খেলার লক্ষ্যে এগিয়ে যেতে হলে আজকের জয়টা খুবই প্রয়োজন বাংলাদেশের। তাই আজ বাংলাদেশেকে জিতে নতুন ইতিহাস তৈরি করতে হবে।
১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এরপর ২০০৩ ও ২০০৭ সালেও নিউজিল্যান্ডের মুখোমুখি হয় তারা। তবে এই তিনটি ম্যাচের কোনটিতেই কিউইদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ।
২০১৫ সালে জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৮৯ রানের লক্ষ্য ছুড়ে দিলে ৭ বল ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
তবে ২০১৯ সালে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইটা হয়েছিল বেশ হাড্ডাহাড্ডি। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৪৫ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রানের মাথায় দুইটি উইকেট হারায় কিউইরা। ম্যাচের ১২ তম ওভারে নিউজিল্যান্ডের রান সংখ্যা যখন ৬১ তখন রান আউটের একটি দারুন সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু মুশফিকুর রহিম বল ধরার আগেই স্ট্যাম্প বেল ফেলে দেওয়ায় আউটটি হয়নি। বেঁচে যায় কেন উইলিয়ামসন।
এই রান আউটের আফসোস হয়তো এখনো করছে টাইগাররা। এ আউটটি হয়ে গেলে হয়তো বাংলাদেশ ম্যাচটি জিতে যেত। এরপর আরো কয়েকবার বাংলাদেশ ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
তাই এবারের আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে চাইবে বাংলাদেশ। আর আজ জয়লাভ করতে পারলে সেমিফাইনালের সমীকরণটাও সহজ হয়ে যাবে টাইগারদের জন্য।
আজ (১৩ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরাম স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কুইন্টন ডি ককে উড়ছে দক্ষিণ আফ্রিকা
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমটি/এজে