ব্যাট হাতে নিজের জন্মদিনটা রাঙানো হলো না লিটন দাসের। ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে ডিপ ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হলেন। বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গড়লেন ইনিংসের প্রথম বলেই আউট হওয়ার লজ্জার রেকর্ড।
সাম্প্রতিক সময়টা মোটেই সুখকর যাচ্ছে না টাইগার ওপেনারের। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস ছাড়া বলার মতো খেলতে পারছেন না তিনি।
আজ ছিল লিটন দাসের জন্মদিন। টাইগার ভক্তদের মত তিনিও হয়তো ভালো কিছু করার প্রত্যয়েই ব্যাটিং এ এসেছিলেন।
কিন্তু বিধি বাম, প্রথম বলেই ডাক মেরে সাজঘরে ফিরলেন। সঙ্গে একটা লজ্জার রেকর্ডেও নিজের নাম লেখালেন লিটন কুমার দাস। বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে আউট হলেন তিনি।
বিশ্বকাপে প্রথম এই অপ্রত্যাশিত রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের জন রাইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম বলে আউট হন তিনি। এরপর বাংলাদেশি হিসেবে প্রথম এই রেকর্ডে নাম লেখান হান্নান সরকার ২০০৩ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে।
২০১১ বিশ্বকাপে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর এবং ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও শ্রীলংকার দিমুথ করুনারত্নে এই লজ্জার রেকর্ডে নাম লেখান।
জন্মদিনে এমন কীর্তি বাংলাদেশের ভক্তদের মত তিনিও হয়তো কল্পনা করেননি।
আরও পড়ুন: আক্ষেপ ঘুচিয়ে এবার নতুন ইতিহাস লিখবে সাকিবরা?
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমএস/এসএ