Connect with us
ক্রিকেট

ভারতের সঙ্গে যে ইতিহাস বদলাতে চায় পাকিস্তান

india vs pakistan
ভারতের সঙ্গে ইতিহাস বদলাতে চায় বাবর আজমের দল। ছবি- সংগৃহীত

ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আগামীকাল দুপুরে এ দুদলের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বিশ্বকাপে কোনো ম্যাচে জয় পায়নি পাকিস্তান। তবে এবার ইতিহাস বদলাতে চায় বাবর আজমের দল।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সাতবার মুখোখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে এর মধ্যে একবারও ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি পাকিস্তান।

শুক্রবার ম্যাচ পূর্বে সংবাদ সম্মেলনে এ রেকর্ড ভাঙার কথা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘আমরা ম্যাচের ফলাফলের কথা চিন্তা কোনো চাপ নিচ্ছি না। অতীতের কথাও ভাবতে চাই না। আমরা চেষ্টা করব রেকর্ড ভাঙার জন্য। আমি বিশ্বাস করি দল হিসেবে আমরা গত দুই ম্যাচে যেমন ভালো করেছি সেভাবে সামনের ম্যাচেও ভালো করব।’

তবে ম্যাচটি পাকিস্তানের জন্য কঠিনই হবে। মোহাম্মদ নাওয়াজ ছাড়া ভারতের মাঠে খেলার অভিজ্ঞতা নেই পাকিস্তান দলের কোনো খেলোয়াড়ের। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানি ক্রিকেটারদের।

ওডিআই র‍্যাঙ্কিং সেরা এ ব্যাটর বাবর বলেন, ‘আমরা বুঝতে পেরেছি প্রতিটি মাঠের কন্ডিশন আলাদা। কোথাও ব্যাটিং সহায়ক, কোথাও আবার পেসারদের জন্য। কোথাও ব্যাটসম্যানরা সুবিধা পায়, কোথাও আবার পেসাররা, আবার কোথাও টার্নিং উইকেট। তাই মাঠের উইকেট কেমন হবে সেটা দেখে আমরা নিজেদের পরিকল্পনা সাজাবো। যেহেতু আমরা হায়দ্রাবাদে দেড় সপ্তাহের মতো রয়েছি তাই এখানের কন্ডিশন অনেকটাই বুঝতে পেরেছি।

আরও পড়ুন: ধর্মশালার পর এবার চেন্নাইয়েও আছেন তামিম

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট