চলমান ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংইয়ে নামে আফগানিস্তান। শুরুটা অসাধারণ করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় এবং লোয়ার মিডল অর্ডারের সাহায্যে ইংল্যান্ডের সামনে ২৮৪ রানের পুঁজি দাঁড় করিয়েছে রশিদ খানরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
এদিন ম্যাচের শুরুতে ইংলিশ বোলারদের পাত্তাই দেয়নি আফগান ওপেনাররা। আফগানদের প্রথম উইকেট পেতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছে ১৭ তম ওভার পর্যন্ত। আদিল রশিদের বলে ইব্রাহিম জাদরান আউট হয়ে গেলে ১১৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে আফগানিস্তানের।
ইব্রাহিম ২৮ রান করেন, এরপর রহমতও ৩ রান করে আউট হয়ে যান। ৫৭ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলা গুরবাজও এরপরই সাজঘরে ফেরেন। এরপর মিডল অর্ডারের আর কোন ব্যাটারই বড় স্কোর করতে পারেনি। পরে লোয়ার মিডল অর্ডারের কল্যাণে ২৮৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।
রশিদ খান ২৩, মুজিব উর রহমান ২৮ এবং ইকরাম আলিখীল ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২৮৪/১০ (৪৯.৫)
টার্গেট: ২৮৫
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝপথে শ্রীলঙ্কা দলে নতুন অধিনায়ক
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমএস/এসএ