Connect with us
ক্রিকেট

ভারতের মাঠে নামাজ পড়ায় বিপাকে রিজওয়ান

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ধর্মীয় আচরণ পালন নিয়ে বেশ সুনাম আছে। যাত্রা পথে সাথে কোরআন শরিফ রাখা, মসজিদ এ গিয়ে ইসলাম বিষয়ক বয়ান দেয়া, সহকর্মীদের ধর্মীয় গ্রন্থ দেয়া ইত্যাদি নানা কাজ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আবার মাঝে মাঝেই তাকে দেখা যায় খেলা চলাকালীন মাঠে নামাজ আদায় করতে। তবে এ নিয়েই এবার বিপত্তিতে পড়েছেন পাক ব্যাটার।

গত ৬ অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচের মধ্য বিরতিতে মাঠেই নামাজ আদায় করেন রিজওয়ান। এজন্য তার বিরুদ্ধে বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছেন ভারতীয় আইনজীবী বিনীত জিন্দাল। পাশাপাশি রিজওয়ানের কঠোর শাস্তির জন্যও আবেদন জানিয়েছেন বিনীত।

অভিযোগপত্রটিতে ভারতের এ সিনিয়র আইনজীবী বলেছেন, ‘নেদারল্যান্ডস পাকিস্তান ম্যাচ চলাকালীন মাঠেই নামাজ পড়তে দেখা গিয়েছে রিজওয়ানকে। ইচ্ছাকৃতভাবে নিজের ধর্মকে তুলে ধরার জন্যই এত ভারতীয়ের মধ্যে নামাজ পড়েছেন তিনি। এধরনের কাজ খেলার চেতনা, আদর্শকে প্রশ্নের মুখে ফেলে দেয়। খেলাধুলোর স্পিরিটের বিরুদ্ধে গিয়ে এমন কাজ করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।

কিছুদিন আগে এরকম আরো একটি অভিযোগ করেছিলেন বিনীত জিন্দাল। আইসিসির উপস্থাপক পাকিস্তানের জয়নাব আব্বাসের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ করেছিলেন বিনীত। জয়নাবের করা অনেক আগের এক টুইটকে নিয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিন্দুবিরোধী ও ভারতবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ তুলেছিলেন বিনীত।

আরও পড়ুন: হাত জোড় করে ক্ষমা চাইলেন লিটন দাস

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৩/এমকে/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট