Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে ৪ রান দরকার মুশফিকের

Mushfiqur rahim record
আর ৪ রান করলেই বিশ্বকাপে নতুন রেকর্ড হবে মুশফিকের

ভারত বিশ্বকাপে বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ ব্যাটারদের একজন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে অনেক রেকর্ডের মালিক তিনি। তার সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ডে নাম লেখানোর সুযোগ।

৯৯৬ রান করে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলার এই লিটেল মাস্টার। আর ৪ রান করলেই বিশ্বকাপে হাজারি রানের ক্লাবে পৌঁছে যাবেন তিনি।

বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিং অর্ডারে চার নাম্বার থেকে ছয় নাম্বারে নামনো হয় মুশফিককে। শুরু থেকেই এই পজিশনে দারুণ খেলছেন তিনি। এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে সব থেকে কম বলে সেঞ্চুরিও তুলে নেন।

এবারের বিশ্বকাপেও ভালো ছন্দে আছেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে তেমন কিছু করার সুযোগ না পেলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞতার মূল্য দেখিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ বলে করেছেন ৫১ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ৭৫ বলে ৬৬ রানের এক নান্দনিক ইনিংস।

আগামী বৃহস্পতিবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে ৪ রান করলেই নতুন মাইলফলক স্পর্শ করবে মুশফিকুর রহিম। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রান শিকারির তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। ৯০ রান করলেই অ্যাডাম গিলক্রিস্টকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন মুশফিক।

আরও পড়ুন: ভারতের মাঠে নামাজ পড়ায় বিপাকে রিজওয়ান

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট