চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। চতুর্থ রাউন্ডের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে জয়হীন পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় উরুগুয়ে। আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে উরুগুয়ের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ব্রাজিল। তবে বড় কোন সুযোগ তৈরি করতে পারেনি কোন দল। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ৪২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর ক্রস থেকে বল জালে পাঠান ডারউইন নুনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে কিছুটা চোট পেয়ে মাঠ ছাড়ে নেইমার। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধের ৬৯ তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে রদ্রিগো। দুর্ভাগ্যবশত তার শট ক্রসবারে লাগে। এর কিছুক্ষণ পরেই ৭৭ তম মিনিটে লিড ডাবল করে নেয় স্বাগতিকরা। ডারউইন নুনেজের আ্যাসিস্ট থেকে গোল পায় নিকোলাস দে লা ক্রুজ। এরপর দলে অনেকগুলো পরিবর্তন আনলেও শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা পায়নি ব্রাজিল। ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে সেলেসাওরা।
এই হারের মধ্য দিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তিনে নেমে গেছে ব্রাজিল আর দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে। উভয় দলেরই পয়েন্ট ৭। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা।
আরও পড়ুন: কাল ঢাকায় আসছেন রোনালদিনহো
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এমটি/এজে