Connect with us
ক্রিকেট

চমকে দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো নেদারল্যান্ডস

চমকে দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের প্রথম ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ছিলো দক্ষিণ আফ্রিকা। এবার সেই উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার ডানা ভেঙে দিল নেদারল্যান্ডস। ধর্মশালায় প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়েছে ডাচরা।

এবারের আসরের প্রথম জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই তাদের প্রথম ওডিআই জয়। গত রবিবার (১৫ অক্টোবর) ইংল্যান্ড- আফগানিস্তান ম্যাচে ঘটে গেল এবারের বিশ্বকাপের প্রথম অঘটন। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ইতিহাস রচনা করে আফগানরা। আর মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটালো ডাচরা।

ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে বৃষ্টির কারণে টস হতে দেরি হয় এবং ম্যাচ শুরু হতে বিলম্ব হওয়ার কারনে খেলাটি ৪৩ ওভারে নেমে আসে। ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি ডাচ ব্যাটারা। ৫০ রানের মধ্যেই তারা চারটি উইকেট হারায়।

এরপর ছোট ছোট জুটি গড়ে পুঁজি বাড়াতে থাকে ডাচরা। ৩৪ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। এরপর ৮ম এবং ৯ম উইকেটের ৬৪ ও ৪১ রানের জুটিতে ভর করে ৪৩ ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪৫।

নেদারল্যান্ডস এর হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। এছাড়া রল্ফ ভ্যান ডার মারউই ১৯ বলে ২৯ এবং আরিয়ান দত্ত ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন লুংগি এনগিডি, মার্কো জ্যানসেন ও কাগিসো রাবাদা।

২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা ধীর গতিতেই শুরু করে প্রোটিয়ারা। ৩৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি তুলে নেওয়া কুইন্টন ডি কক মাত্র ২০ রান করেই আউট হয়ে যান। এরপরই শুরু হয় প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট পড়তেই থাকে। ৪৪ রানের মধ্যেই চারটি উইকেট হারায় তারা।

৫ম উইকেট ঝুটিতে ডেভিড মিলার ও হেইনরিক ক্লাসেন কিছুটা আসা জাগালেও ৮৯ রানের মাথায় আউট হয়ে যান ক্লাসেন। এরপর আরো দুটি ছোট ছোট জুটি গড়ে ১৪৫ রানের মাথায় আউট হয়ে যান প্রোটিয়াদের শেষ ভরসা মিলার। এরপর আর জয়ের পাওয়ার মতো অবস্থানে ছিল না দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে বোলাররা কিছু রান করে ব্যবধান কমালে ২০৭ রানের মাথায় থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৮ প্রাণে জয় তুলে নেয় ডাচরা।

২০২২ সালে টি-২০ বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার আরো একটি আইসিসি ইভেন্টে নেদারল্যান্ডস এর সাথে হারের তেতো স্বাদ গ্রহণ করল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: উরুগুয়ের কাছে লজ্জাজনক হার ব্রাজিলের

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট