আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচের আগে অনিশ্চিত অধিনায়ক সাকিব আল হাসান। আজ আবারো স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
গত শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় উরুর সামনের অংশে চোট পেয়েছেন সাকিব। অস্বস্তি নিয়েই ব্যাটিংয় ও বোলিং করেন তিনি। তার ১০ ওভার শেষ করেই মাঠ থেকে উঠে যান। এরপর তাকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। পরবর্তীতে জানা যায়, পায়ের মাংসপেশীর টিস্যুতে আঘাত পেয়েছেন সাকিব।
এদিকে মঙ্গলবার (১৭ অক্টোবর) দলের সঙ্গে অনুশীলন করেন সাকিব। অনুশীলনে অনেকটা ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। তবে বুধবার আবারো স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে সাকিবকে। স্ক্যানের রেজাল্টের পরই জানা যাবে তিনি আগামীকালের ম্যাচে খেলবেন কি না।
এর আগে চোটের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন বিবৃতি দেওয়া হলেও সেখানে ভারতের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত সোমবার (১৬ অক্টোবর) টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, সাকিবের গুরুত্বপূর্ণ কোন সমস্যা নেই। তাকে নিয়ে আমরা আশাবাদী। সাকিব খেলতে চায়, তবে এটা অবশ্যই ওর ফিটনেসের ওপর নির্ভর করছে। টুর্নামেন্টে এখনও ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচ খেলে সে বাকি ম্যাচগুলো মিস করুক।
আগামীকাল বেলা ২টায় পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের মতো এইখানেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।
আরও পড়ুন: বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন শোয়েব মালিক
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/বিটি/এসএ