চলমান ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাটিং এ নেমে লিটন-তামিম জুটি শুরুটা করেছিলো দুর্দান্ত। মাত্র ১৪ ওভার ৪ বলেই ৯৩ রান তুলে ফেলে তারা। তানজিদ তামিম তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। বাংলাদেশও বড় রানের লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিলো।
কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় এবং মুশফিকের ৩৮ রান ও শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের দৃঢ়তায় ২৫৬ রানের চ্যালেন্জিং স্কোর সংগ্রহ করে বাংলাদেশ।
এদিন সাকিবের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন নাজমুল হেসেন শান্ত। পুনের ব্যাটিং পিচে শুরুটাও হয় টাইগারদের মনের মত। লিটন-তামিম উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান।
কিন্তু ৫১ রান করে তামিম আউট হয়ে গেলে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের মিডল অর্ডার। ৯৩ রানে ১ উইকেট থেকে স্কোরলাইন দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। নাজমুল শান্ত ৮ রানে, মিরাজ ৩ রানে এবং তাওহীদ হৃদয় করেন ১৬ রান। লিটন দাস ৮২ বলে ৬৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন।
এরপর ব্যাটিং এর হাল ধরেন মুশফিক-মাহমুদুল্লাহ। ৩৮ রান করে জাদেজার দুর্দান্ত ক্যাচে আউট হন মুশফিক। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের আরেকটি ৩৬ বলে ৪৬ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে ২৫৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ ২ টি করে উইকেট পান।
আরও পড়ুন: ১৬ বছর পর সাকিবকে ছাড়া বিশ্বকাপে খেলতে নামল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমএস/এসএ