Connect with us
ক্রিকেট

টাইগারদের সাথে যুক্ত হলো নতুন লেগস্পিনার

ওয়াসি সিদ্দিকী। ছবি- গুগল

বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন নতুন এক লেগস্পিনার। গতকাল মু্ম্বাইয়ে দলের সাথে যোগ দেন তিনি। না, এখানে কারো ইনজুরির জন্য তাকে নিয়ে আসা হয়নি। চার ম্যাচ পর দলে যোগ দেয়ার জন্য এখানে তেমন কোনো চমকও নেই। ওয়াসি সিদ্দিকী নামের এই লেগ স্পিনারকে মূলত নেট বোলার হিসেবে মুম্বাইয়ে উড়িয়ে এনেছে বাংলাদেশ।

আসরের বাকিটা সময় এই লেগ স্পিনার বাংলাদেশ দলের সাথেই থাকবেন। এর আগে থেকেই চেন্নাইয়ের লেগ স্পিনার ইয়াশ কারাপ্পা দলের সাথে ছিলেন। এবার যুক্ত হলেন বাংলাদেশ অ-১৯ দলে খেলা এই লেগি। মূলত আগামী পাঁচ ম্যাচে কয়েকজন লেগি ও চায়নাম্যান বোলারের মুখোমুখি হতে হবে টাইগার ব্যাটারদের, সেজন্যই এই প্রস্তুতি।

তবে বিশ্বকাপের চার ম্যাচ হয়ে যাওয়ার পরই কেন ওয়াসি সিদ্দিকীকে নিয়ে আসা এমন প্রশ্নে বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমামের উত্তর,’ ওয়াসির আরও আগেই ভারতে আসার কথা ছিল। কিন্তু তার ভিসা জটিলতার জন্য আসতে দেরী হয়ে গেল।’ টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও নাকি আগে থেকেই এই লেগ স্পিনারের উপর নজর ছিল।

এখন দলের সাথে দুই জন লেগি নেট বোলার থাকায় ব্যাটারদের প্রস্তুতি নিয়ে বেশ আশাবাদী টাইগার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অনিশ্চিত তাসকিন!

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট