মাত্র ৫ রানের জন্য বিরাট কোহলি ৪৯তম সেঞ্চুরি মিস করলেন। তার ব্যাটিং নৈপূণ্যে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে, টানা পঞ্চম জয় পেয়েছে ভারত। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনালের সম্ভবনা উজ্জল করেছে রোহিত শর্মার দল।
রবিবার ধর্মশালায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামির বোলিং তোপে ২৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে কোহলি ৯৫ রানে আউট হলে; ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।বিশ্বকাপে দুই অপরাজিত দলের লড়াই, ব্যাটিংয়ে নেমে ১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড।
তবে রাচিন রবিন্দ্র ও ড্যারেল মিচেল হাল ধরে বিপর্যয় থেকে দলকে শুধু টেনেই তোলেনি; তিনশ প্লাস রানের টার্গেট দেয়ার সম্ভবনাও উজ্জ্বল করেন। তৃতীয় উইকেটে এই জুটি ১৫৯ রান যোগ করার পর; রবিন্দ্র ৭৫ করে আউট হলে বড় ধাক্কা খায় কিউইরা। দ্রুত উইকেট পড়ার সাথে রান তোলার গতিও কমে যায় ব্ল্যাক-ক্যাপসদের।
ড্যারেল মিচেল ১০০ বলে সেঞ্চুরি করেও পরের ২৭ বলে আর মাত্র ৩০ রান তুলতে সমর্থ হন । শেষ ১০ ওভারে খুব নিয়ন্ত্রত বোলিং করে ৫৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছে ভারত। এরমধ্যে ১৬ রানে শেষ ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ২৭৩ রানে বেধে ফেলে তারা।
বোলিংয়ে সবচেয়ে সফল শামি বিশ্বকাপে প্রথম খেলতে নেমে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে দারুণ সফলতা দেখান। জবাবে রোহিত শার্মা ও সুভমান গিল ওপেনিং জুটিতে ৭১ রান তুলে দারুন সূচনা এনে দেন ভারতকে।
রোহিত ৪৬ ও গিল ২৬ করে ফিরে গেলে; ব্যাটিংয়ের হাল ধরেন কোহলি এবং সেঞ্চুরির সম্ভাবনাও জাগান। তাকে ভালো সাপোর্ট দেন শ্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল ও রবিন্দ্র জাদেজা। তবে ৫ রানের জন্য ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ৪৯তম সেঞ্চুরির রেকর্ড ছুতে পারলেন না কোহলি; ছক্কা হাকাতে গিয়ে ৯৫ রানে ডিপ মিড অনে ধরা পড়েন।
আরও পড়ুন: শোয়েব আলীকে হেয় করার ঘটনায় ক্ষমা চাইলেন ভারতীয় ভক্তরা
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৩/এজে