এ যেন কাবুলিওয়ালার রূপকথা। বিশ্বকাপ যেন কোনো চাপই না। উল্টো এনজয় করছে আফগানরা। বাংলাদেশের কাছে হেরে শুরু। এরপর পাল্টে গাছে রশীদ-নবীদের শরীরী ভাষা। প্রচণ্ড জয়ক্ষুধায় যেন কাতর তারা। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে সমানতালে। এরই মাধ্যমে লিখেছে দুটি জয়ের রূপকথা।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে জয়ের রাস্তা উন্মোচন। এরপর টানা সাতটি ওয়ানডেতে হারা পাকিস্তানকেও ধরাশায়ী করলো আফগানরা। আর এর মূল কারিগর নূর আহমেদ! তরুণ এই স্পিনারের ঘূর্ণিতে পাকিস্তানের ব্যাটিং হয়ে যায় এলোমেলো। আর পরে রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদী বাকি কাজ সেরে দেন ব্যাট হাতে।
সোমবার (২৩ অক্টোবর) রাতে বিশাল এক উৎসব বয়ে গেছে কাবুলে। চেন্নাইয়ের মাঠে জিতেছে রহমত শাহরা। আর সেই উচ্ছ্বাসের রঙিন হাওয়ায় উড়ছে কাবুলশহ আফগানিস্তানের সব শহর ও গ্রাম।
আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ ৭৪ রান করেন বাবর আজম। আফগানিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করে সেরা বোলার নূর আহমেদ। জবাবে ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে জয় তুলে নেয় কাবুলীওয়ালারা।
রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করে ১৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন। পাকিস্তানের বোলাররা বারবার উইকেটের সন্ধান করতে থাকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে রিজওয়ান-শাহীনরা।
আরও পড়ুন: স্ত্রীর কাছ থেকে নতুন উপাধি পেলেন কোহলি
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এজে