বিশ্বকাপে চলছে জায়ান্ট বধ। যার শুরুটা করেছিল আফগানিস্তান। এবার তারই পুনরাবৃত্তি ঘটালো তারা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল আফগানরা। পাকিস্তান বধের রাতে ম্যাচসেরা ইব্রাহিম জাদরান তার পুরস্কারটি উৎসর্গ করেছেন সম্প্রতি পাকিস্তান থেকে বের করে দেওয়া আফগান শরণার্থীদের।
একবার না পারিলে দেখ শতবার। কোন কাজ করতে গেলে বাধা আসবেই। আর সেই বাধা টপকে সফল হওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। মনোবল না হারিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার বড় উদাহরণ হয়তো আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৭ টি ম্যাচ হেরে অবশেষে ৮ম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে তারা। এর আগে অনেকবার জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে তারা। কিন্তু তারপরও দমে যায়নি আফগান ক্রিকেটারা। দেখিয়ে দিয়েছে যে চেষ্টা করলে সবই সম্ভব।
পাকিস্তান বধের রাতে জয় নায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। ম্যাচসেরা পুরস্কার নেওয়ার সময় পাকিস্তানকে কিছুটা ভিন্ন আঙ্গিকে খোঁচা মেরেছেন তিনি। তিনি তার ম্যাচসেরা পুরস্কারটি পাকিস্তান থেকে বের করে দেওয়া আফগান শরণার্থীদেরকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘দেশের জন্য এবং নিজের জন্য কিছু করতে পারায় খুবই ভালো লাগছে। আমি এই পুরস্কারটি সেসব আফগান শরণার্থীদের উৎসর্গ করতে চাই যাদের সম্প্রতি পাকিস্তান থেকে বের করে দেয়া হয়েছে।’ লজ্জাজনক এই হারের রাতে আরেকটু লজ্জা পেল পাকিস্তান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে যায় পাকিস্তান। ৫০ ওভার শেষে ২৮৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তানকে। ২৮৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে বিশাল জয় তুলে নেয় জাদরানরা। ম্যাচসেরা জাদরান ১১৩ বলে ৮৭ রানের জয়সূচক ইনিংসটি খেলেন।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, ফিরেছেন সাকিব
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমটি/জেএস