বিশ্বকাপে অর্ধেক যাত্রা শেষ বাংলাদেশের। এখন পর্যন্ত ব্যর্থতার বেড়াজালেই আটকে রয়েছে তারা। পাঁচ ম্যাচ খেলে জয় কেবল একটিতে। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও মাঝামাঝি সময়ে এসে ভিন্ন কথা বলছে টাইগার অধিনায়ক সাকিব। পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে থেকেই বিশ্বকাপ শেষ করতে চান তিনি।
বিশ্বকাপের একাদশ ঘোষণার পর থেকেই বাংলাদেশ দল ও সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা- সমালোচনার শেষ নেই। প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ায় অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল সেসব সমালোচনা। কিন্তু তারপরই হতাশ করতে শুরু করে টাইগাররা। একের পর এক হারে মুখ থুবড়ে পড়ে টাইগার শিবির।
বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। কিন্তু অর্ধেকের বেশি ম্যাচ খেলেও পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে টাইগারা। এই জায়গা থেকে সেমিফাইনালে যাওয়া অনেকটাই অসম্ভব। তাই এই জায়গা থেকে ভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সাকিব।
তিনি বলেন, ’ এই টুর্নামেন্টে এখনো অনেক কিছু বাকি আছে। এখান থেকে আমরা আরো কিছু শিখতে চাই। এখান থেকেই আবারো ঘুরে দাঁড়াতে চাই আমরা। সেমিফাইনালে যেতে না পারলেও পাঁচ-ছয়ে থেকে এই আসরটি শেষ করতে চাই।’
এর আগে তিন ম্যাচ হেরেও হতাশ না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সাকিব। দক্ষিণ আফ্রিকার সাথে ঘুরে দাঁড়ানোই ছিল সেমিফাইনালে যাওয়ার অন্যতম চাবি৷ কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ায় এরপর ভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপের শেষ ম্যাচগুলো জয় দিয়েই সমাপ্ত করতে চায় সাকিবরা।
আরও পড়ুন: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার খেলাসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ