বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন মাহমুদুল্লাহ বন্দনায় আসক্ত। বিশ্বকাপে দলের ক্রিকেটাররা যেখানে ভক্তদের ম্যাচের পর ম্যাচ নিরাশ করে যাচ্ছেন সেখানে মাহমুদুল্লাহ একাই যেন দ্যুতি ছড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অথচ একটা সময়ে এই মাহমুদুল্লাহরই বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
বিশ্বকাপের আগে শেষ কয়েকটা সিরিজে টিম ম্যানেজমেন্ট থেকে ‘বিশ্রামে’ পাঠানো হয় লোয়ার মিডল অর্ডারে ভরসার প্রতীক মাহমুদুল্লাহকে। তিনি আউটফিল্ডে স্লো, তার স্ট্রাইক রেট চলে না সহভক্তদের থেকেও আরও কত কথাই না শুনতে হয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশের সর্বশেষ সিরিজে কিউইদের বিপক্ষে সুযোগ মেলে তার। সেই সিরিজে আস্থার প্রতিদান দিয়ে বিশ্বকাপ দলে ঠাঁই হয় দেশের ক্রিকেটে ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের।
বিশ্বকাপে প্রথম দু’ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও শেষ তিন ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন। ভারতের বিপক্ষে ৪৬ রানের ক্যামিও, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে অপরাজিত থাকার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো করে বসলেন এক অনবদ্য সেঞ্চুরি। গতকাল ১১১ বলে ১১১ রান করে আউট হন তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে শতকের পর এখন প্রশংসার বন্যায় ভাসছেন রিয়াদ। প্রশংসা করতে বাদ গেলেন না দেশের খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক এবং কোচ নাজমুল আবেদীন ফাহিম। এক ফেইসবুক পোস্টে রিয়াদের ছবি দিয়ে ফাহিম লেখেন,’ আপনি তখনই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি আপনার আবেগ এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।’
ফাহিম এই মন্তব্য যে রিয়াদকে নিয়েই করেছেন, পাশে থাকা ছবিটা দেখে তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না।
আরও পড়ুন: বিশ্বকাপে টানা সেঞ্চুরির পথে ওয়ার্নারের যত রেকর্ড
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৩/এমএস/জেএস