ঘরের মাঠে পাকিস্তানকে রুখে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আর এই জয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা নাহিদা আক্তার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের মুখোমুখি হয় বাংলাদেশী নারীরা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শুরুতেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
পাওয়ার প্লেতেই দুই উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে চেপে ধরে বাংলাদেশী বোলাররা। এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৫৬ রানে এসে তৃতীয় উইকেটের পতন ঘটলে ৬০ রানের মধ্যে আরও তিনটি উইকেট হারায় পাকিস্তানি নারীরা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৮২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন বিসমাহ মারুফ। বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট নেন নাহিদা আক্তার।
৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোচট খায় বাংলাদেশ। ১২ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলে কিছুটা চাপে পড়ে। চাপ সামলে ছোট ছোট জুটি গড়ে শেষ পর্যন্ত তিন বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় বাঘিনীরা।
ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক জ্যোতি। ২৩ রানের দারুণ ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন উম্মে হানি, নাসরা সানদু ও ডায়ানা বেগ।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন: ডর্টমুন্ডে থামলো নিউক্যাসলের জয়রথ, সিটির তিনে তিন
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৩/এমটি/এজে