নিজেদের পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বকাপে ধুঁকতে থাকা শ্রীলংকা। টসে জিতে বাটলারের দল শুরুটা মন্দ না করলেও ডেভিড মালান আউট হওয়ার পর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষমেশ মাত্র ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় তারা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।
দলের দুই ওপেনার ডেভিড মালান ২৫ বলে ২৮ এবং জনি বেয়ারস্টোর ৩১ বলে ৩০ রান ব্যতীত বাকি সবাই ছিলেন যাওয়া-আশার মিছিলে। মাঝে বেন স্টোকস দলের হাল ধরার চেষ্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে তিনিও খুব বেশি কিছু করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ বলে ৪৩ করে সাজ ঘরে ফেরেন।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৫ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে শ্রীলংকা। লংকানদের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা এবং সামারাবিক্রমাও ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। লংকানদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন লাহিরু কুমারা। রাজিথা এবং ম্যাথুস উভয়ে সমান ২ টি করে উইকেট পান।
আরও পড়ুন: বিশ্বকাপে টানা সেঞ্চুরির পথে ওয়ার্নারের যত রেকর্ড
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৩/এসএ