সেমির স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ। সেই স্বপ্নের অপমৃত্যু হয়েছে আগের ম্যাচে। আজ সেই কফিনে শেষ পেরেক ঠুকে দিল নেদারল্যান্ডস। শনিবার ইডেন গার্ডেনে হলো টাইগারদের সমাধি—বাকি নিয়ম রক্ষার ম্যাচ।
এদিন ৮৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ভর করেছে ডাচরা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সাকিবরা। আর এতেই সমীকরণের মারপ্যাঁচ বাদ দিলে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের।
অথচ হারের বৃত্তে ঘুরতে থাকা এই দলটই কি না—আসর শুরুও আগের দিনও এমন পরিণতি কল্পনাই করেনি। তামিককে দেশে ফেলে বিতর্ক সঙ্গী করে ভারত যাত্রা করেছিল টিম বাংলাদেশ। আত্মবিশ্বাসে ভরা দলটারই কি না খেলার মাঠে ভরাডুবি। বাংলাদেশের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে অনেক ক্রিকেট বোদ্ধারাও হতকাক।
তবে বিশ্বকাপ শুরুর আগে থেকেই ক্রিকেট বিশ্লেষকরা দুয়ারে বিশ্বকাপ আসর রেখে দলে পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করেছিলেন। তবে এমন অসম পরীক্ষার নেতিবাচক ফলে পেতে বেশি দেরি হয়নি—চোখের সামনে প্রমাণ ‘ভুল’ চিকিৎসা।
এদিকে শনিবারের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল নেদারল্যান্ডস। পিচ রিপোর্টে উইকেট ব্যাটিং সহায়ক বলা হলেও তাসকিন-মুস্তাফিজদের সামনে সুবিধা করতে পারেনি ডাচরা। ৪ রানে ২ উইকেট হারানার পর ৬৩ রানে পড়ে আরও ২ উইকেট। অধিনায়ক স্কট এডওয়ার্ডের ব্যাটে ভর করে ২২৯ রানে থামে ডাচ রানের চাকা। পাঁচে ব্যাট করতে নামা অধিনায়ক এডওয়ার্স খেলেন ৬৮ রানের ইনিংস। এছাড়া তিনে নামা বারেসি ৪১ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ রানে পরপর হারায় দুই ওপেনারকে। লিটন দাস (৩) নতুন বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আত্মহত্যা করে ফেরেন। আর পুল খেলতে গিয়ে উইকেট দেন তানজিদ তামিম (১৫)। নাজমুল শান্ত (৯) অফ স্টাম্পের বাইরের ফুল ফেন্থের বলে পা না বাড়িয়ে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক সাকিব ফেরেন ৫ রানে।
সেই ধাক্কা সামালে নিতে পারেননি মেহেদী মিরাজ-মুশফিক-রিয়াদরা। তিনে ব্যাট করতে নামা মিরাজ ৪০ বলে তিন চার ও এক ছক্কায় ৩৫ রান করে আউট হয়ে ফিরে যান। সুইং করা বলে বোল্ড হন মুশফিক (১)। তখন স্কোর লাইনে ৬ উইকেট হারিয়ে ৭০ রান। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মাহেদী দলকে বেশি দূর নিতে পারেননি।
মাহেদী ৩৮ বলে ১৭ রান করে রান আউট হন। আর মাহমুদউল্লাহ ৪১ বলে দুই চারে ২০ রান করে আউট হন। শেষে মুস্তাফিজ ২০ রান করে লজ্জার ব্যবধান কিছুটা কমান।
অপরদিকে ডাচদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মিডিয়াম পেসার ফন মিকিরন। ৭.২ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ব্যস ডি লিড ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। বাংলাদেশ হয়ে তিন পেসার মুস্তাফিজ-তাসকিন ও শরিফুল ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ২২৯/১০ (৫০)
বাংলাদেশ: ১৪২/১০ (৪২.২)
ফলাফল: ৮৭ রানে জয়ী নেদারল্যান্ডস।
আরও পড়ুন: ক্যারিয়ারের ইতি টানা নিয়ে কী ইঙ্গিত দিলেন মাহমুদুল্লাহ?
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এসএ