বিশ্বকাপে নতুন করে আবারও দুঃসংবাদ পেল শ্রীলংকা ক্রিকেট দল। গত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক পেসার লাহিরু কুমারা চোটে পড়েছেন। আরও বড় দুঃসংবাদ এই চোটের কারণে তার বিশ্বকাপ যাত্রাও এখানেই শেষ হয়ে গেছে।
এর আগে বিশ্বকাপের দল ঘোষণার আগেই শ্রীলংকার একাধিক ক্রিকেটার ইনজুরিতে পড়ায় দল ঘোষণায় হিমশিম খেতে হয় লংকান নির্বাচকদের। এমনকি চোটের কারণে শ্রীলংকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। এবার আসর চলাকালীন অধিনায়ক দাসুন শানাকা এবং মাথিশা পাথিরানার পর ইনজুরির তালিকায় নতুন সংযোজন পেসার লাহিরু কুমারা।
পুনেতে অনুশীলনের সময় বাম পায়ের ঊরুতে চোট পান তিনি। তার বদলি হিসেবে দলে ঢুকেছে আগে থেকেই রিজার্ভে থাকা দুশমন্থ চামিরা। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি আজ (রবিবার) এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
আকস্মিক পরিস্থিতি মোকাবিলার জন্য অবশ্য আগেই চামিরাকে ভারতে উড়িয়ে এনেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। এবার লাহিরুর ইনজুরিতে বিশ্বকাপ খেলার দুয়ারও খুলে গেল এই লংকান পেসারের জন্য। গ্রুপ স্টেজে আর চারটি ম্যাচ বাকি আছে সাঙ্গাকারা-জয়াসুরিয়ার উত্তরসূরীদের।
চামিরার আগে অধিনায়ক শানাকার ইনজুরিতে করুনারত্নে এবং পাথিরানার চোটের জন্য সাবেক অধিনায়ক অ্যান্জেলো ম্যাথিউস বদলি হিসেবে দলে ডাক পান।
আরও পড়ুন: ‘ভুল’ থেকে ভরাডুবি, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৩/এমএস/এসএ