বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে সকলের দৃষ্টি ছিল সাকিব আল হাসানের দিকে। পরাজয়ের ম্যাচে সকলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েও সাকিব ছিলেন আলোচনায়। কেননা সেই ম্যাচে সাকিব যেই ব্যাট দিয়ে খেলেছেন সেটাতে ছিল না কোন প্রকার স্পন্সরের স্টিকার। সাকিবের ব্যাটে স্টিকার না থাকা নিয়ে শুরু হয়েছিল আলোচনা।
অবশেষে জানা গেল সাকিবের ব্যাটে স্টিকার না থাকার কারণ। ভারতীয় এসজি কোম্পানির সাথে ছিল টাইগার অধিনায়ক সাকিবের চুক্তি। যে যুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবের ব্যাটে দেখা যায়নি কোন কোম্পানির স্টিকার বা লোগো। সাকিবকে তিন বছরের জন্য চুক্তি নবায়নের বিষয়ে জানালেও সাকিব তাতে অসম্মতি জানিয়েছেন।
তবে সাকিবের মত এত বড় মাপের খেলোয়াড় স্পন্সরহীন থাকবে তেমনটা নয়। জানা গেছে জার্মান কোম্পানি পুমার সাথে নতুন চুক্তি করেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচেই দেখা যেতে পারে পুমার স্টিকারযুক্ত সাকিবের নতুন ব্যাট।
এর আগে অসংখ্য বিশ্বমানের খেলোয়াড়রা পুমার তৈরি ব্যাট ব্যবহার করে ক্রিকেট মাতিয়েছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মাঝে এই কোম্পানির ব্যাটের প্রচলন ছিল ব্যাপক। ভারতের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় যুবরাজ সিংও ব্যবহার করেছেন পুমার তৈরি ব্যাট।
আরও পড়ুন: দিল্লিতে হঠাৎ মাহমুদউল্লাহর মুখে মাস্ক কেন?
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৩/এফএস/এজে