Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারাতে অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে

Nz vs PaK
বাবর আজম ও ফখর জামান। ছবি- সংগৃহীত

আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে এক প্রকার অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেয়া পাকিস্তানের সামনে ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য। সেমির আশা বাঁচিয়ে রাখতে মাত্র ৩৫ ওভারের মধ্যে এই ‘পাহাড়’ টপকানোর লক্ষ্যে ব্যাট করছে বাবর আজমের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডেরও সেমির দৌড়ে এগিয়ে যেতে আজ জিততেই হবে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ব্যাট চালাতে থাকে কিউইরা। রাচিন রবীন্দ্রর ১০৮, উইলিয়ামসনের ৯৫, চ্যাপম্যানের ৩৯ আর শেষ দিকে ফিলিপস-স্যান্টনারের ক্যামিওতে ৪০১ রানের বড় রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

সেমির আশা টিকিয়ে রাখতে আজ বাবর আজমদের শুধু জিতলেই চলবে না, জিততে হবে ৩৫ ওভারের মধ্যে যা এক প্রকার অসম্ভবই বলা যায়। এই লক্ষ্যে যদি তারা আজ কিউইদের হারাতে পারে তাহলে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে পাকিস্তানের। সেজন্য অবশ্য আজ ওভার প্রতি ১১.৪৮ রান তুলতে হবে অননুমেয় পাকিস্তানকে।

আগে ব্যাটিংয়ে নামলে কিউইদের ৮৩ রানের ব্যবধানে হারালেই চলতো বাবরদের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় রানের ব্যবধানে হেরে কিউইদের নেট রান রেটও এখন কম। তাই আজ জিততেই হবে কিউইদের। আর পাকিস্তানের রান রেট ঋণাত্বকে থাকায় বড় ব্যবধানে জয় ছাড়া কোনো উপায় নেই।

সবশেষ খবর অনুযায়ী ২১ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬০ রান। আব্দুল্লাহ শফিক মাত্র ৪ রানে আউট হয়ে গেলেও বাবর আজমের ৪৭ এবং ফখর জামানের ৬৯ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসে আশার বীজ বুনছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ১০৬ রানের অপরাজিত ইনিংসে মোট ৯ টি ছক্কা হাঁকিয়েছেন ফখর জামান। এখন পর্যন্ত ফাকার-বাবর দুজনই উইকেটে টিকে আছেন।

খেলা বৃষ্টির জন্য আপাতত বন্ধ আছে।

আরও পড়ুন: ২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/০৪নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট