সেমির পথে এক পা এগিয়ে যেতে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে শুরুতে বোলিং নেয়া ইংল্যান্ডকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা অজিদের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৩৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে প্যাট কামিন্সের দল। ট্রাভিস হেডকে ১১ রানে আর উড়ন্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারকে ব্যক্তিগত ১৫ রানে আউট করে শুরুতেই জোড়া আঘাত হানেন ক্রিস ওকস। পরে স্টিভ স্মিথের ৪৪ রান, লাবুশেনের ৭১ রান, ক্যামেরুন গ্রিনের ৪৭ এবং স্টয়নিস-জাম্পার মাঝারি সংগ্রহে ২৮৬ রানের সংগ্রহ পায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ক্রিস ওকস। এছাড়া মার্ক উড-আদিল রশিদ দুজনেই ২ টি করে উইকেট নেন। উইলি এবং লিভিংস্টোন ১ টি করে উইকেট নেন।
৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৬ রান। খাতা-কলমে এখনো সেমির আশা বেঁচে থাকা ইংল্যান্ড সামনে চির প্রতিদ্বন্দ্বীদের সেমির পথ কঠিন করে তুলতে পারে কি না সেটাই এখন দেখার পালা।
আরও পড়ুন: দিল্লিতে হঠাৎ মাহমুদউল্লাহর মুখে মাস্ক কেন?
ক্রিফোস্পোর্টস/০৪নভেম্বর২৩/এমএস/এমটি