চলছে বিশ্বকাপের আসর। এই আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েনে টাইগার ক্যাপ্টেন সাকিব।
এই ম্যাচে জিতলে বিশ্বকাপে কোনো ফায়দা হবে না বাংলাদেশের। তবে পয়েন্ট টেবিলের আটে থাকার জন্য খুবই দরকার জয়। কেননা আটের নিচে আসলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হবে না। অন্যদিকে সেমিফাইনালের রেসে যদি-কিন্তুর সমীকরণে এখনো টিকে আছে শ্রীলঙ্কা।
সাতটি করে ম্যাচ খেলে ১টি জিতেছে বাংলাদেশে আর শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচ। পয়েন্ট টেবিলের নয়ে বাংলাদেশ আর সাতে। এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছেন পেসার তানজিম হাসান সাকিব। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: লিটন তাস, তানজিদ তামিম, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, অ্যাঞ্জেলা ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকসেনা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশাঙ্কা।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে পুরো শ্রীলঙ্কা বোর্ড বরখাস্ত
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৩/এজে