গতকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ চলাকালীন পাওয়া চোটে এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ সাকিবের। বিসিবির ফিজিওর কথা মতো, আগামী তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বাংলাদেশ অধিনায়ক। ফলে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
এর আগে সাকিবের চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান,‘ গতকাল ব্যাটিংয়ে শুরুর দিকেই সাকিব তার বাঁ হাতের আঙ্গুলে চোট পান। পরে ব্যথানাশক ওষুধ খেয়ে ও আঙ্গুলে টেপ পেঁচিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে হাসপাতালে গিয়ে আঙ্গুলের এক্স-রে করা হলে রিপোর্টে তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়েছে। আজই পুনর্বাসন শুরু করতে দেশে ফিরে যাওয়া সাকিবের সুস্থ হতে মোট তিন-চার সপ্তাহ লেগে যাবে বলেও জানান তিনি।’
আগামী ২১ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬ ডিসেম্বরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অর্থাৎ আর ঠিক তিন সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। সাকিবেরও সুস্থ হতে কমপক্ষে আরও তিন সপ্তাহ লাগবে বলে ফিজিও বায়েজীদুল করিম জানিয়েছেন। আর তাই সমর্থকদের মনে এখন প্রশ্ন, নিউজিল্যান্ড সিরিজে সাকিব থাকবেন তো?
আরও পড়ুন: এক ম্যাচ আগেই বিশ্বকাপ যাত্রা শেষ সাকিবের
ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৩/এমএস/এমটি