বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনার তুঙ্গে ‘টাইমড আউট’। ম্যাথিউসের এই আউটের পর কেউ কেউ সাকিবের পক্ষ নিলেও তার সমালোচনা করেছেন অনেকেই। এবার এই ‘টাইমড আউট’ ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
সাকিবের টাইমড আউট নিয়ে আবেদনের বিষয়টি মোটেও পছন্দ করেননি অ্যালান ডোনাল্ড। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেয়া এক সাক্ষাৎকার এই ইস্যুটি নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘এটা দেখতে কিছুটা হতাশাজনক ছিল। আমি এই ধরনের জিনিস পছন্দ করি না। ’
কিন্তু অ্যালান ডোনাল্ডের এই সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ চলাকালে টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও দলের সমালোচনা করায় চটেছে বিসিবি। তাছাড়া এই সাক্ষাৎকার দেওয়ার পূর্বে কোন অনুমতি নেননি তিনি।
ডোনাল্ডের এই আচরণবিধি ভঙ্গ করার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমের তথ্যানুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, দলীয় বিষয়ে তার (ডোনাল্ডের) প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হয়নি। এ বিষয়ে তার সচেতন থাকা উচিত ছিল। দলের মধ্যে কোন বিষয়ে দ্বিমত থাকলে সেটা দলের মধ্যেই আলোচনা করতে হবে। প্রকাশ্যে তা নিয়ে আলোচনা করা যাবে না।
সোমবার (৬ নভেম্বর) শ্রীলংকা ব্যাটিং করার সময় দলীয় ১৩৫ রানের মাথায় সাকিব আল হাসানের ওভারে ম্যাথিসের আউটের ঘটনাটি ঘটে। ভুলে অন্য হেলমেট নিয়ে মাঠে চলে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউস হেলমেট পাল্টাতে গিয়ে দুই মিনিটের বেশি সময় নেয়ায় সাকিবের আবেদনের কারণে আম্পায়ার আউট দিয়ে দেন ম্যাথিউসকে। যা নিয়ে এখনও বিভিন্ন সমালোচনা চলছে ক্রিকেট পাড়ায়।
আরও পড়ুন: নতুন অধিনায়ক নিয়ে বিসিবিতে শুরু হয়েছে আলোচনা
ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৩/এমটি