Connect with us
ক্রিকেট

লংকানদের বড় হারে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে 

Bangladesh
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে যাবে টাইগাররা। আর অষ্ট্রেলিয়াকে হারাতে না পারলে শেষ আটের মধ্যে থাকার জন্য অনেক সমীকরণ মেলাতে হবে শান্ত-লিটনদের।  

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পথে ঝুলে আছে বাংলাদেশ। এখনো অন্য দলের জয় পরাজয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে কি না। এক্ষেত্রে বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও শ্রীলংকা। বাংলাদেশসহ এই তিনটি দলেরই ৪ পয়েন্ট।

তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা হারায় বাংলাদেশের সে পথ কিছুটা সহজ হয়ে গেছে। কারণ নেট রান রেটে শ্রীলংকার তুলনায় অনেক এগিয়ে আছে বাংলাদেশে। তাই শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পেলেও বড় মার্জিনে হারতে পারবে না টাইগাররা।

আর ইংল্যান্ড শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলে, নেদারল্যান্ডসকে ভারতের বিপক্ষে হারতে হবে। এই দুই দলের মধ্যে যেকোন একদল হারলেই বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-শ্রীলংকা। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে কিউইদের ১৭২ রানের সহজ লক্ষ্য দেয় লংকানরা। ১৬০ বল ও ৫ উইকেট হাতে রেখে খুব স্বাচ্ছন্দের সাথেই এই লক্ষ্য তাড়া নেয় কিউইরা।

আগামী রবিবার (১১ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের সেমির পথ কঠিন করলো নিউজিল্যান্ড 

ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট