শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করায় লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ শুক্রবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি ।
গত ২ নভেম্বর ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারার পর শ্রীলংকার ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে শ্রীলংকার ক্রীড়া মন্ত্রণালয়। বোর্ড পরিচালনায় সরকারি হস্তক্ষেপ মোটেও ভালোভাবে নেয়নি আইসিসি। তাই আজ শ্রীলংকা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ।
এক যুগ আগেও যে শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াত সেই শ্রীলঙ্কা ক্রিকেট এখন ভরাডুবিতে। বিগত কয়েক বছরে অনেকটাই রসাতলে গেছে দলটি। ফলে বোর্ডের বিভিন্ন ব্যাপারে হস্তক্ষেপ করছে সরকার। চলমান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা।
ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে শ্রীলংকার ক্রীড়া মন্ত্রণালয়। এরপর অর্জুনা রানাতুঙ্গাকে দায়িত্ব দিয়ে নতুন কমিটি দেওয়া হয়। তবে তার পরদিনই নতুন কমিটি ভেঙে দিয়ে পূর্বের বোর্ডকে পুনর্বহালের জন্য আদেশ দেয় দেশটির আদালত।
শ্রীলংকার ক্রিকেটে ক্রীড়া মন্ত্রণালয়ের এই হস্তক্ষেপের পর শুক্রবার (১০ নভেম্বর) একটি জরুরী সভার আহ্বান করে আইসিসি বোর্ড। সভা শেষে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে রেখে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত ছিল। পরবর্তীতে এই বহিষ্কারাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’
প্রায় বছরখানেক ধরেই ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা চলছে ক্রীড়া মন্ত্রণালয়ের। আর বিগত কয়েক বছর ধরেই শ্রীলংকা ক্রিকেটের পারফরম্যান্স খুবই হতাশজনক। আর তাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পরই পুরো বোর্ডকে বরখাস্ত করে ক্রীড়া মন্ত্রণালয়।
শ্রীলংকা ক্রিকেট আইসিসির সদস্যপদ লাভ করেছিল ১৯৮১ সালে। সদস্য পদ লাভের পর থেকে একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছে শ্রীলংকা।
আরও পড়ুন: সেই মোরসালিনকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এমটি