অনেক আশার বাণী শুনিয়ে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বেশ ভালো শুরু করলেও এরপর থেকেই হারের বৃত্তে ঘুরতে থাকে বাংলাদেশ। শেষমেশ ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতে হতাশাজনক এক বিশ্বকাপ যাত্রা শেষ করে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
রাউন্ড রবিন পর্বে টেবিলের ৮ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে আগে ভাগেই দেশে ফিরেছে। তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি তাদের। আইসিসির থেকে মোটা অঙ্কের প্রাইজমানি নিয়েই দেশে ফিরেছে লাল সবুজ বাহিনী। এবার প্রায় দুই কোটি টাকার প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ।
চলমান বিশ্বকাপ আসরের জন্য প্রাইজমানি হিসেবে আইসিসির বরাদ্দ ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা। সেমিতে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লাখ ডলার ( প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) করে। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পেয়েছে প্রতিটি জয়ী দল।
এবারের আসরে মোট দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, পাশাপাশি প্রথম রাউন্ডে খেলার সুবাদে টাইগারদের প্রাপ্ত মোট অর্থ ১ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা যা চলতি আসরে কোন দলের সর্বনিম্ন প্রাপ্ত অর্থ। এ আসরে বাংলাদেশসহ মোট ৩ টি দল মাত্র ২টি করে ম্যাচ জিতেছে। বাকি দুইটি দল হলো শ্রীলংকা এবং নেদারল্যান্ডস।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা দলগুলোর দিকে তাকালে দেখা যায় – বিশ্বকাপজয়ী দল পাবে ৪০ লাখ ডলার (প্রায় ৪৪ কোটি টাকা), রানার্সআপ দল পাবে তার অর্ধেক ২০ লাখ ডলার (প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত দু’টি দলই সমান ৮ লাখ ডলার করে পাবে।
পয়েন্ট টেবিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দল ভারত এবং চার নম্বরে থাকা নিউজিল্যান্ড। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে।
আরও পড়ুন: মেসির ঝুলিতে আরেকটি নতুন পুরস্কার
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এসএফ/এজে