হেরে যাওয়া ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতিয়ে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার একজন বোলার। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগে তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। শেষ ওভারে দরকার পাঁচ রান, হাতে ছয় উইকেট। কিন্তু শেষ ৬ বলের ৬ টিতেই উইকেট নিয়ে দলকে জেতান বোলার গ্যারেথ মর্গান।
অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার কারারা কমিউনিটি সেন্টারে গোল্ড কোস্ট প্রিমিয়ার লীগের তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে সার্ফাস প্যারাডাইসের মুখোমুখি হয়েছিল মুদজিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে মুদজিরাবা।
১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব সহজেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় সার্ফাসরা। ৩৯ ওভার খেলেই ১৭৪ রান তুলে নেয় তারা। তবে আসল বিপত্তি শুরু হয় এর পরই। ম্যাচ শেষ ওভারে গড়ানোয় শেষ ৬ বলে প্রয়োজন ছিলো মাত্র ৫ রানে, হাতে ৬ উইকেট।
ম্যাচের এই অবস্থায় বোলিংয়ে আসেন মুদজিরাবার অধিনায়ক গ্যারেথ মর্গান। প্রথম বলেই ৬৫ রান করা ওপেনার জেক গারল্যান্ডকে সাজঘরে ফেরান। এরপর একে একে আরো পাঁচটি উইকেট নিলে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় সার্ফাসরা। ৪ রানে জয় পায় মুদজিরাবা।
প্রতিবেদন মতে, ম্যাচ শেষে মর্গ্যান বলেন, এটা আসলেই অসাধারণ। শেষ ওভারে আমাদের ছোট্ট একটা ছেলে বল করতে চেয়েছিল কিন্তু তার পরিবর্তে আমিই গিয়েছিলাম বোলিংয়ে। আমার জয় পাওয়ার মতো কোন আশা ছিল না। কিন্তু যখন হ্যাটট্রিক করলাম তখন থেকে জয়ের আশা বাড়তে থাকে। যখন আমি শেষ বলে স্ট্যাম্পগুলো উড়িয়ে দিলাম, আমার বিশ্বাসই হচ্ছিল না।
অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এক ওভারে ৬ উইকেট নেওয়ার নজির আরো আছে। ২০১৭ সালে অ্যালেড ক্যারি ৬ বলে ৬ টি উইকেট নিয়েছিলেন।
তবে পেশাদার ক্রিকেটে একওভারে সবচেয়ে বেশি ৫ উইকেট নিয়েছেন নিয়েছেন নিউজিল্যান্ডের নীল ওয়েগনার, বাংলাদেশের আল-আমিন হোসেন এবং ভারতের অভিমন্য মিঠুন।
আরও পড়ুন: ১৭ সেকেন্ডে গোল খেয়েও জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এমটি