প্রায় দেড় মাসের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে কিছুদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর থেকেই আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগার শিবির।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। নিউজিল্যান্ড সিরিজে যে চোটাক্রান্ত সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল খেলবেন না তা আগেই জানা গিয়েছিল। তাই প্রশ্ন ওঠে তাহলে বাংলাদেশের হয়ে অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন? এমন প্রশ্নের জবাবে টিটুর উত্তর – আপাতত সাকিবের ডেপুটি লিটন দাসই নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
টিটু বলেন, ‘সাকিবের হাতে চোট থাকায় পুরোপুরি সেড়ে না ওঠা পর্যন্ত তাকে পাওয়া যাবে না। তাই টেস্টের সহ অধিনায়ক লিটন দাসকেই অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়ার ব্যাপারে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি। পরে যদি সিদ্ধান্তে কোনো প্রকার পরিবর্তন আসে তো সেটা আমরা জানিয়ে দেবো। দল ঘোষণার সময়ই আপনারা বিস্তারিত জানতে পারবেন।’
এদিকে নতুন পেস বোলিং কোচ সম্পর্কে টিটু জানান, ‘আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই কেউ থাকবেন। কারণ তাৎক্ষণিকভাবে নতুন কোচ আনা সম্ভব হচ্ছে না। তবে নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্বে কে থাকতে পারে সেটা ২-১ দিনের মধ্যেই জানতে পারবেন।’
ইতোমধ্যে কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্রসহ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্পিন নির্ভর উইকেটকে মাথায় রেখে তারকা ক্রিকেটারদের নিয়েই ঢাকায় পা রাখবে কিউইরা।
আরও পড়ুন: অ-১৭ বিশ্বকাপে ব্রাজিলের ৯-০ গোলের বিশাল জয়
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমএস/এমটি