অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শুরুটা তেমন সুখকর হয়নি আর্জেন্টিনার। সেনেগালের কাছে হেরে শুরুতেই বিপদে পড়ে যায় আর্জেন্টাইন যুবারা। তবে পরের ম্যাচেই নিজেদের জাত চিনিয়েছে আর্জেন্টিনা। এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানকে হারিয়ে দারুণভাবে কামব্যাক করছে আলবিসেলেস্তেরা।
চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টেটির ১৯ তম আসরের আয়োজক দেশ ইন্দোনেশিয়া। এই আসরে ২৪ টি দেশ অংশ নিয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় জাপানের মুখোমুখি হয় আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল খেয়ে বসা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টো রূপে আবির্ভূত হয়। ম্যাচের ৫ তম মিনিটে আর্জেন্টাইন নাম্বার টেন ক্লাডিও এছেভেরির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তার মাত্র তিন মিনিট পরেই গোলের লিড ডাবল করে নেয় আলবিসেলেস্তেরা। তবে এরপর আরো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।
তবে বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫০ তম মিনিটে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। জাপানের হয়ে একটি গোল শোধ করেন তাকাওকা। তবে এই জায়গা থেকে আর সমতায় ফিরতে পারেনি জাপান। ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে আরো একটি গোল দেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ-ডি থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ের টিকে রইল আলবিসেলেস্তেরা। টানা দুই জয় নিয়ে টেবিলের টপে রয়েছে সেনেগাল। আগামী শুক্রবার (১৭ নভেম্বর) গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমটি