সেঞ্চুরি করে আরো একটি নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ওয়ানডে সেঞ্চুরির অর্ধশতক পূরণ করেছেন এই কিংবদন্তি ব্যাটার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরের মালিক এখন তিনি। এই সেঞ্চুরির কল্যাণে পেছনে ফেলে দিয়েছেন ‘গড অব ক্রিকেট’ খ্যাত শচীন টেন্ডুলকারকে।
আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিক ভারত। দলকে উড়ন্ত সূচনা দিয়ে অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে গেলে ব্যাটিংয়ে আসেন ভিরাট কোহলি। ব্যাটিংয়ে এসে খুব স্বাচ্ছন্দের সাথেই খেলতে থাকেন তিনি। ৫৯ বল খেলেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
অর্ধশতক হাকিয়ে কিছুটা মারকুটে ভঙ্গিতে খেলতে শুরু করেন কোহলি। তবে ৯০ এর ঘরে এসে কিছুটা ধীরে খেলেলেও ১০৬ বল খেলে সেই কাঙ্ক্ষিত শতকে পৌঁছে যান কোহলি। ৮ চার ও ১ ছয়ের মারে এই বিশেষ শতকটি সাজিয়েছেন তিনি।
এর আগে গত ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ তম সেঞ্চুরিটি করে শচীন টেন্ডুলকারের পাশে নিজের নাম লেখান কোহলি। পরের ম্যাচে নেদারল্যান্ডেসের বিপক্ষে ৫১ রান করে আউট হয়ে যান তিনি। ফলে শচীনকে ছাপিয়ে যাওয়ার অপেক্ষা বাড়তে থাকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে এই অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি।
আরও পড়ুন: অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর?
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমটি