২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ভিন্ন ভিন্ন খেলায় আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দল হোম ম্যাচে উরুগুয়েকে, ব্রাজিল নেইমারকে ছাড়া অ্যাওয়ে ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে। বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে ম্যাচ দুটি।
সেই বিশ্বকাপ থেকে দারুণ ফর্মে মেসির আর্জেন্টিনা। বাছাইপর্বে চারটি করে ম্যাচ শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা। সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বছরের মেসি। চার ম্যাচের তিনটি খেলে গোল তার তিনটি।
সেখানে ইকুয়েডরের বিপক্ষে শুরুর ম্যাচে আর্জেন্টিনার জয় তার একমাত্র গোলে। পেরুর বিপক্ষেও তার জোড়া গোলে দলের জয় ২-০’তে। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলা না থাকায় পর্যাপ্ত অনুশীলনটা হয়নি মেসির। তাই উরুগুয়ের বিপক্ষে হোম ম্যাচে আজেন্টাইন অধিনায়ককে শুরুর একাদশে নাও খেলাতে পারেন কোচ স্কালোনি।
অন্যদিকে, চার খেলায় দুই জয় ও একটি করে ড্র-হারে ৭ পয়েন্ট নিয়ে উরুগুয়ের পেছনে পড়ে টেবিলের তিনে রয়েছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে কোচ ফের্নান্দো দিনিজের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে নেইমারের অনুপস্থিতি। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ব্রাজিল সুপারস্টারের আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে মাঠে ফেরার সম্ভাবনা কম। চার ম্যাচে গোল তার দুটি।
আরও পড়ুন: ফুটবলে GOAT মানে কি? মেসি-রোনালদোকে কেন GOAT বলা হয়
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এজে